লেখকঃ দূরের পাখি ধর্মীয় উপকথা ও উপাখ্যানগুলোর সবগুলোরই শুরু তো কোন না কোন একটা আজগুবি কাহিনী থেকেই। কিন্তু এইসব আজগুবি কাহিনীর ভিতরে কিছুটা হলেও ঐতিহাসিক সত্য থাকে। অন্ততপক্ষে অনেক ক্ষেত্রেই প্রথম যেই ঠগবাজ প্রথম যে নির্বোধের দেখা পেয়েছিলো তাদের কাহিনীগুলো কিছুটা হলেও দলিলপত্রের মাধ্যমে যাচাই বাছাই করা যায়। আর সব প্রাচীন ধর্মগুলোর তুলনায় নিতান্ত শিশু বয়সের …
