এ্যামজনসহ বড় বড় বই কেনার সাইটগুলোতে বইয়ের প্রথম কয়েকটি অধ্যায় উন্মুক্ত থাকে। পাঠক চাইলে ঐ অংশটা বিনামূল্যেই পড়তে পারেন এবং ওটা দিয়েই তিনি বইটা যাচাই করতে পারেন। বাংলাদেশে তো আর সেই সিস্টেম নেই, তাই নিজের ব্লগে অপুংসকের প্রথম দেড় অধ্যায় উন্মুক্ত করে দিলাম। পোস্টের শেষে কেনার লিংক পাওয়া যাবে। [এক] অনুভবকে স্নানঘরে হস্তমৈথুনরত দেখে ফেলার …
