লিখেছেনঃ দীপাঞ্জনা মণ্ডল - কেয়ামতে ভগবান আমায় জিজ্ঞেস করলেন, টুমি অ্যাটো দিন খি করিয়াচ? চরকা বুড়ি বুড়বুড়ি কাটছিল। - মনে মনে খুব শর্মিন্দা হয়ে বললুম, সুতো কাটতুম। তকন সেই আলটপকা ভগবান আমায় কোলে বসিয়ে চুমু খেয়ে বললেন, টুমি ওটি পুণ্যের কাজ করিয়াচ। সুটা না টাকিলে লজ্জানিবাড়ণ হইবে কিসে! চরকা বুড়ি খুব আত্মবিশ্বাসের সঙ্গে চোখে কাজল …
