[লিখেছেনঃ প্রিয়ংকা গায়েন] ভারতীয় দর্শন মূলত অধ্যাত্মবাদের দর্শন। ভারতীয় দার্শনিকগণ তত্ত্ব বা সত্যকে অন্তর্জগতে উপলব্ধিকরণের উপর গুরুত্ব আরোপ করেন। সেকারণে তারা জড়াতিরিক্ত আত্মা, ঈশ্বর,পরলোক, কর্মফলবাদ, মুক্তি এইসকল অতিপ্রাকৃত বিষয়ে বিশ্বাস রাখেন। একমাত্র ব্যতিক্রম চার্বাক দর্শন। তাঁরা জগৎ এবং সৃষ্টিতত্ত্বকে জড়বাদ দিয়েই ব্যাখ্যা করেছেন। ভারতীয় দর্শনঃ চার্বাক দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে ভারতীয় অন্যান্য দর্শন সম্পর্কে …
