লিখেছেনঃ দূরের পাখি রাতের আকাশের তারা গুনে হয়তো শেষ করা যাবে , কিন্তু এই জীবনে কতবার প্রেমের কাউন্সেলিং করতে গিয়ে 'ওর জন্য আমি এমন কিছু করতে বাদ রাখি নাই, কলিজা কেটে ভুনা করে পর্যন্ত খাওয়াইছি, তারপরও এমন অকৃতজ্ঞের মত, নিষ্ঠুরের মত অন্যের হাত ধরে চলে গেছে ' ; এই কথা শুনেছি তা গুনে শেষ করা …
